বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

"শেখ মুজিবুর রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছে"- ড. আতিয়ার রহমান 

আহমেদ সানি, জবি প্রতিবেদক 

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

১৯৪৮ থেকে ভাষা আন্দোলনের শুরু। আর তখন থেকে বেশি কয়েকটি নাম উল্লেখযোগ্য। শেখ মুজিবুর রহমান, আবুল কাসেম ও অলি আহাদ। তবে এদের মধ্যে শেখ মুজিবুর  রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছে। ভাষার দাবিতেই শেখ মুজিব প্রথম আটক হয়েছিলেন ১৯৪৮ সালের ১১ই মার্চ। 

সব শ্রেণীর বাঙালির আর্থ-সামাজিক এবং রাজনৈতিক মুক্তির আকাঙ্খা পূরণের সংগ্রামই ভাষা আন্দোলন হিসেবে রূপ নিয়েছিলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। 

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন : আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ভূমিকা ও মধ্যবিত্তের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার মূল প্রবন্ধ পাঠকালে তিনি এ মন্তব্য করেন।

মূল প্রবন্ধ পাঠকালে তিনি আরও বলেন, ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ আমাদের ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলন বলতে শুধু বুঝি ১৯৫২ এর ভাষা আন্দোলন। কিন্তু এর ইতিহাস থেকে জানা যায় ভাষা আন্দোলনের উৎপত্তি আরও অনেক আগে। ভাষা আন্দোলন যে কেবল বাংলা কে রাষ্ট্রভাষা করার দাবীতে ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল সব শ্রেণীর বাঙালির আর্থ-সামাজিক এবং রাজনৈতিক মুক্তির আকাঙ্খা পূরণের সংগ্রাম।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম।

 

এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাষা শহীদ রফিকের নামে একটি ভাস্কর্য তৈরির আহবান জানান। পাশাপাশি নতুন ক্যাম্পাসে একটি হলের নামকরণ করারও দাবি জানানো হয়।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদের সঞ্চালনায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান।

এসময় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন সহ প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর